muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ অক্টোবর বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হুসাইন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড্রা মোঃ জিল্লুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মেছবাহ উদ্দিন আহম্মেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, কুলিয়ারচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ,পৌরসভার প্যানেল মেয়র মোঃ অলি উল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ দিলরুবা আক্তার,গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন,রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী,সালূয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহাবুবুর রহমান,ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, এ উপজেলায় মাদক,চুরি, ডাকাতি,ছিনতাই, ইভটিজিং ,জুয়া ও বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মাদক ,চুরি ও ছিনতায়ের সাথে জড়িয়ে পড়ছে। তারা এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

বক্তাদের অভিযোগের সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন,মাদকের ব্যাপারে কুলিয়ারচর থানায় চলিত মাসে ৯টি মামলা হয়েছে। মাদক প্রতিরোধে মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি উপজেলার ফরিদপুর, সালূয়া ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩টি স্পটে জুয়ার আসরের সত্যতা স্বীকার করে আরো বলেন, জুয়ারীরা বুদ্ধিমানের সহিত জুয়া স্পটের আশে পাশের রাস্তায় পাহারা বসিয়ে নির্ভয়ে জুয়া চালিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেলে জুয়ারীরা স্পট ছেড়ে পালিয়ে যায়। এসব প্রতিরোধে জনগনের সহযোগীতা কমনা করেন তিনি।

Tags: