মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে “বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট এর ভূমিকা” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ অক্টোবর বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হুসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড্রা মোঃ জিল্লুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মেছবাহ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, কুলিয়ারচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ,পৌরসভার প্যানেল মেয়র মোঃ অলি উল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ দিলরুবা আক্তার,গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন,রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী,সালূয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহাবুবুর রহমান,ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম সহ বিভিন্ন ইউনিয় ও পৌরসভার নিকাহ ও কাবিন রেজিষ্টার সহ গন্যমান্য ব্যাক্তিবগ।
এ সময় বক্তারা প্রত্যেক ইউনিয়ন সহ পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত করার আশ্বাস দিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হুসাইন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে উদ্দেশ্য করে বলেন, এফিডেভিটের মাধ্যমে বাল্যবিবাহ সংশ্লিষ্টদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী জেল দিতে হবে এবং এ বিষয়ে সভার অন্যান্যদের প্রতি সহযোগীতা কামনা করেন।