নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৪৫১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের কালীবাড়িস্থ থানা মার্কেট মডার্ন ডেন্টালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসরের সভাপতি মো.আজিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বি আরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার রচিত ‘যত ১৭’ গ্রন্থের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ আলোচক ছিলেন আওলাদ মেশিনারীজের সত্তাধিকারী শেখ আসাদুজ্জামান খোকন। আলোচনায় অংশ নেন,আসরের সহসভাপতি মো.মোতাহের হোসেন, উপদেষ্টা সাংবাদিক এ কে নাছিম খান, শফিউল আলম, প্রবীন কবি খোন্দকার আব্দুল মান্নান, আজিজুর রহমান দুলাল,ইয়াহিয়া, সাংবাদিক শফিক কবীর,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান,প্রচার সম্পাদক আলী রেজা সুমন,নারী বিষয়ক সম্পাদিকা ফারহানা আহমেদ খানম। কবিতা পাঠ করেন মোঃ মাহফুজুর রহমান,কবি মুর্তজা জামান,আব্দুর রাশিদ।
ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় ও তাঁর রচিত “সন্ধা: নামক একটি কবিতা পাঠ করেন ।
Tags: