muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

কষ্ট আমরণ : এস.এম বিল্লাল

সাহিত্য ও সংস্কৃতি ।।

কষ্ট আমরণ : এস.এম বিল্লাল

আমার কিছু কষ্ট ছিলো
ভিজিয়ে নিলাম বৃষ্টিতে
নীলাকাশে মেঘের ছায়া
জ্বলছে অনল দৃষ্টিতে।।

অতিবৃষ্টিই ধান গেলো সব
মাছ গেল বন্যায়
চাল বাজারে, চালবাজি হয়
কি নিদারুণ অন্যায়।।

মাছে – ভাতে বাংগালী মোরা
হয় না ঘরে রান্না।
রাজনীতিকদের স্বপ্নকথায়
প্রকৃতিরও ঘেন্না।।

বৃষ্টি হলেই রাস্তা ডুবে
ডুবে কর্পোরেশন,
বড় বড় বিলবোর্ডে দ্যাখি
ভাইয়ের উন্নয়ন।।

রাজনীতি ও প্রকৃতির
এই বিরুপ আচরণ
জ্বলবে কৃষক, পুড়বে স্বপ্ন
কষ্ট আমরণ।।

 

Tags: