muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট ।। দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হলো বাংলাদেশ। ইস্ট লন্ডনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছে ২০০ রানে।

দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান তোলার পরই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। বাকি ছিল কেবল ম্যাচ শেষের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই আনুষ্ঠানিকতা সারল বাজে ব্যাটিংয়ে। যা একটু লড়লেন সাকিব আল হাসান। তবে সাকিবের ৬৩ রানও দলের বড় পরাজয় ঠেকাতে পারেনি। ৪০.৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৯/৬ (বাভুমা ৪৮, ডি কক ৭৩, ডু প্লেসি ৯১, মার্করাম ৬৬, ডি ভিলিয়ার্স ২০, বেহারদিয়েন ৩৩*, মুল্ডার ২, ফিকোয়াও ৫, রাবাদা ২৩*; মিরাজ ২/৫৯, তাসকিন ২/৬৬, রুবেল ১/৭৫)

বাংলাদেশ: ৪০.৪ ওভারে ১৬৯ (ইমরুল ১, সৌম্য ৮, লিটন ৬, মুশফিক ৮, সাকিব ৬৩, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৩৯, মিরাজ ১৫, মাশরাফি ১৭, তাসকিন ২, রুবেল ০*; প্যাটারসন ৩/৪৪, মার্করাম ২/১৮, তাহির ২/২৭, ফিকোয়াও ১/১৩, রাবাদা ১/৩৩)

ফল: দক্ষিণ আফ্রিকা ২০০ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফাফ ডু প্লেসি

ম্যান অব দ্য সিরিজ:  কুইন্টন ডি কক।

Tags: