তানভীর আহমেদ, কিশোরগঞ্জ সদর।। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ১ম হয়ে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে কিশোরগঞ্জের শাহ মারুফ উদ্দিন আহমেদ। সে বিন্নাটি মাদ্রাসার সুপার শাহ বুরহান উদ্দিন আহমেদ ছেলে।
মারুফ ঘ ইউনিটে প্রথম হওয়া ছাড়াও খ ইউনিটে ৪র্থ স্থান দখল করে। তার অবিস্মরণীয় সাফল্যে পরিবার, আত্মীয় স্বজন সহ এলাকাবাসী আনন্দিত।
ছোটবেলা থেকেই পড়াশুনায় চঞ্চল শাহ মারুফ তামিরুল মিল্লাত মাদ্রাসা, টঙ্গী শাখা থেকে আলিম পরিক্ষায় জিপিএ ৫ অর্জন করে। পরীক্ষা পরবর্তী সময়ে সে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভর্তি হয়েও রেজাউল আলম কৌশিক স্যারের র্যাকস প্রাইভেট প্রোগ্রামে কোচিং করছে।
এ ব্যাপারে মারুফের সাথে যোগাযোগ করা হলে, কিশোরগঞ্জের মুখকে আরও উজ্জ্বল করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে। তার প্রিয় স্যার রেজাউল আলম কৌশিক বলেন, মারুফকে আমি ঢাবি তে ১ম হওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে আমার দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করেছে।
উল্লেখ্য, শাহ মারুফ উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের মাওলানা বুরহান উদ্দিন এর ছেলে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-অক্টোবর–২০১৭ইং/নোমান