সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের বাজিতপুরে বেসরকারি (ব্রাস) এনজিও’র জিএম হারুন অর- রশিদ (৪০)। ভৈরব শিমুলকান্দি ইউনিয়নের নাম দিয়ে ভুয়া গ্রাহক, জাল কাগজপত্র তৈরি করে বে- সরকারি (ব্রাস) এনজিও-র ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
গত ১৫ অষ্টোবর বে- সরকারি (ব্রাস) এনজিও’র পরিচালক ভৈরব থানায় জিএম প্রতারক মোঃ হারুন অর- রশিদের বিরুদ্ধে মামলা করে। গতকাল ২৩ অষ্টোবর সোমবার
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ এলাকা থেকে বিভিন্ন ভাবে মোবাইল ট্যাকিং এর ম্যাধমে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রতারক হারুন অর- রশিদ কে গ্রেফতার করেন ভৈরব থানার নব-যোগদানকারি এস আই জাহাঈীর আলম। পরে সন্ধ্যায় ভৈরব থানা হাজতে রেখে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। প্রতারক হারুন অর রশিদ এর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার পরোহরি গ্রামে।