muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ময়লার ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

12007052_898863163530491_1560771188_n
রাশেদুল ইসলাম রাসেল (ভ্রাম্যমাণ প্রতিনিধি): কিশোরগঞ্জ সদর উপজেলার আলোরমেলায় বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে ডাস্টবিনে আনুমানিক সকাল ৮ টায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর তথ্যমতে, সকাল ৮ টায় জনৈক পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাস্টবিনে নবজাতকের মৃতদেহ দেখে এলাকাবাসীকে জানায়।
11994314_898863140197160_1160690063_n
এলাকাবাসী নবজাতকের নাম পরিচয় না জানতে পেরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করে অজ্ঞাত নাম পরিচয় বিহীন নবজাতকের মৃতদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

মুক্তিযোদ্ধার কন্ঠ/১০/০৯/২০১৫ইং/ নিঝুম

Tags: