muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

জীবনের হিসাব : সাবিকুন্নাহার রিয়া

সাহিত্য ও সংস্কৃতি ।।

জীবনের হিসাব : সাবিকুন্নাহার রিয়া

পৃথীবি ঘুরছে তার কক্ষপথে।
আমি ঘুরছি আমার ভাগ্যরথে।
পৃথীবির চোখে ঘোর,
ছুটছে নাক বরাবর।
প্রতিবার একইপথে।
আমার দু’চোখে ছলনার ভোর।
ভাবি এ নতুন সফর।
ঘুরেফিরে সেই বাঁধা গন্ডিতে।
পৃথীবি একদিন ঘোর ভেঙ্গে খুব,
জেগে ওঠে দেবে ধ্বংসের বুকে ডুব।
আমিও হাটছি সেই পথ ধরে।
শেষে ঝাপ দেব নিঃশেষের সায়রে।
রইলো মাঝে সময়ের বেচাকেনা।
শুধতে হবে জীবনের দায়দেনা।
শুধবো আমি আমার দোকানবাকী।
আমরা নাচের নইকো পুতুল,
জীবনটা নয় ষোলআনাই ফাঁকি।

Tags: