সাহিত্য ও সংস্কৃতি ।।
বোরকা : এস.এম বিল্লাল
নারী
বোরকা দিয়ে শরীর ঢাকো
চোখ ‘ত রাখ খুলে
মন ‘ টা তোমার উড়ুউড়ু
পর্দা গেলো জলে।
ঐ দু’টি চোখ যাদু জানে
কেমন যেন তাকায়
প্রেমিক মনে নেশা ধরায়
মধ্যগাঙ্গে ভাসায়।
চোখের প্রেমে পড়ে যুবক
হলো পাগলপারা
ঈমান – আমল ভেস্তে গেলো
তোমায় পাওয়ার আশায়।
এমন করে কাটছে সময়
কাটলো কিছুদিন
হঠাৎ তোমার মন মন্দিরে
বাজলো প্রেমের বীণ।
ফ্যাশন কর’ছো বোরকা দিয়ে
অনেক আপনমনে
পর্দা যদি করতে চাও কেউ
করো ধর্ম মনে।
তোমার চোখে, চোখ পড়িলে
যুবক বেসামাল
বীণের তালে সুর উঠিয়ে
হলো যে গোলমাল।।
Tags: