লাইফস্টাইল ডেস্কঃ চশমাকে অনেকেই সৌন্দর্যের ক্ষেত্রে বাধা বলে মনে করেন। কেউ কেউ লেন্স দিয়ে চশমা থেকে নিজেকে মুক্ত করে নেন। দেখুন চশমা পরেও কতো সুন্দর দেখাবে আপনাকে।
– চশমার কারণে চোখের আই শ্যাডো ঢাকা পড়ে যায়। ন্যুড কালার বা সোনালী রং দিয়ে চোখের পাতা হাইলাইট করুন‚ এতে চোখ অনেকটা বড় দেখাবে।
– আইশ্যাডো এমন রঙের নির্বাচন করুন যাতে সেটা চশমার ভিতর দিয়ে দেখা যায়। তবে খেয়াল রাখবেন চশমার ফ্রেম আর আই শ্যাডোর রং যেন ভিন্ন ভিন্ন হয়।
– যারা চশমা পরেন তাদের জন্য চোখের পাতা হাইলাইট করা অত্যন্ত জরুরি। মাশকারা লাগানোর আগে আই ল্যাশ কালার দিয়ে চোখের পাতা কালার করে নিন। এরপর দু’তিনবার মাশকারা লাগান। দেখবেন আপনার চোখ বেশ মোহময়ী দেখাচ্ছে।