কিশোরগঞ্জ সদর : ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় “ঘ” ইউনিটে ১ম হয়ে সাফল্য দেখানো কিশোরগঞ্জের শাহ মারুফ উদ্দিন আহমেদ আরও ভাল কিছু করে কিশোরগঞ্জের মুখ উজ্জ্বল করতে চায়। আজ কিশোরগঞ্জে এক সময়ে তারই প্রিয় প্রতিষ্ঠান ইনোভেশন কোচিং সেন্টার কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সে আশা ব্যক্ত করে মারুফ। ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পাওয়া মারুফকে প্রথম নিজ ভূমি কিশোরগঞ্জে সংবর্ধনা প্রধান করা হলো।
ইনোভেশন কোচিং হলরুমে আয়োজিত এ অনুষ্টানের সভাপতিত্ব করেন উক্ত কোচিং এর পরিচালক হাফেজ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী তানভীর আহমেদ তনয় সহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে হাফেজ আবু সাঈদ বলেন, কিশোরগঞ্জ হলো হীরা তৈরীর কারখানা। বর্তমান রাষ্ট্রপতির মত ভবিষ্যতে মারুফরাও আমাদের মুখ উজ্জ্বল করবে। সেজন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য তানভীর আহমেদ তনয় বলেন, মারুফ কিশোরগঞ্জের গৌরব, তাদের মত আরও ছেলেরা যেন কিশোরগঞ্জ থেকে বেড়িয়ে আসতে পারে সে সুবিধা আমাদের করে দিতে হবে।
মারুফ ঘ ইউনিটে প্রথম হওয়া ছাড়াও খ ইউনিটে ৪র্থ স্থান দখল করে। তার অবিস্মরণীয় সাফল্যে পরিবার, আত্মীয় স্বজন সহ এলাকাবাসী আনন্দিত।
ছোটবেলা থেকেই পড়াশুনায় চঞ্চল শাহ মারুফ তামীরুল মিল্লাত মাদ্রাসা, টঙ্গী শাখায় পড়াশুনা করে ইনোভেশন কোচিং এ প্রস্তুতি কোচিং থেকে আলিম পরিক্ষায় জিপিএ ৫ অর্জন করে।
শাহ মারুফ সফলতার জন্য তার প্রতিষ্ঠান ও বাবা মাকে ধন্যবাদ দিয়ে বলেন, আমি এতদূর আসতে পারতামনা যদি বাবা মা আর প্রিয় স্যারেরা আমাকে স্বপ্ন না দেখাতেন। সবাইকেই ভাল কিছু করার স্বপ্ন দেখতে হবে, তাহলেই স্বপ্ন এসে ধরা দিবে। সবশেষে শাহ মারুফ কিশোরগঞ্জের মুখকে আরও উজ্জ্বল করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে।
উল্লেখ্য, শাহ মারুফ উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের মাওলানা বুরহান উদ্দিন এর ছেলে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-অক্টোবর–২০১৭ইং/নোমান