muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় আ.লীগের দুই গ্রুপের একই স্থানে সমাবেশ : ১৪৪ ধারা জারি

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই গ্রুপের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের কারণ এলাকায় উত্তেজনা বিরাজ করছে করায় এই পরিস্থিতিতে রাত ৯টার দিকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ রোববার রাত ১০টা থেকে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

এ বিষয়ে ইউএনও অন্নপূর্ণা দেবনাথ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, একই তারিখ ও সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের ঘোষিত সমাবেশের কারণে পাকুন্দিয়া পৌরসভাধীন পাকুন্দিয়া ঈদগাহ মাঠ এবং পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে পৌরসদর ঈদগাহ মাঠসহ পাকুন্দিয়া বাজার ও পৌর এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সেজন্যে রোববার রাত ১০টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল, স্লোগান, মাইক বা মাইক্রোফোন ব্যবহার এবং আইনবিরোধী যেকোন কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৌর এলাকায় সকল-প্রকার জনসমাগম ও সভা নিষিদ্ধ করা হয়েছে। দুই গ্রুপের আহুত সোমবার এর সভাস্থল ঈদগাহ মাঠ ও পৌর বাজার এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলেও তিনি জানান।

ক্যাশপনঃ (বামে) রফিকুল ইসলাম রেনুর মিছিল, (ডানে) এমপি সোহরাব সমর্থকদের মিছিল।

এদিকে ২৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় স্থানীয় এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন সমর্থিত উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুর সমর্থকদের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা পরিষদ চত্বরে দু’গ্রুপের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উপজেলা চেয়ারম্যান রেনু সমর্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় এবং এমপি সোহরাব সমর্থিত নেতাকর্মীরা থানা সংলগ্ন বাজার এলাকায় অবস্থান নেন। সন্ধ্যার পরও এমপি সমর্থকরা পৌরসদর বাজারে মিছিল বের করেন। সোমবারের দু’গ্রুপের সভাকে ঘিরে পাল্টাপাল্টি এই কর্মসূচির কারণে পৌরসদর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ রাত ৯টার দিকে সমাবেশস্থল পৌরসদর ঈদগাহ মাঠসহ পাকুন্দিয়া বাজার ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

Tags: