muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মিলার ‘দ্য কিলার’ : দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্ট ।। ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা। শেষ বলেও ছক্কা মারতে পারবেন ডেভিড মিলার? বাঁহাতি ব্যাটসম্যান পারলেন না। তবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড না হলেও আরেকটি রেকর্ড ঠিকই গড়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড যে এখন তারই!

পচেফস্ট্রুমে রোববার বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন মিলার। আগের রেকর্ডও ছিল আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের। ২০১২ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে রিচার্ড লেভি সেঞ্চুরি করেছিলেন ৪৫ বলে। মিলার নতুন রেকর্ড গড়লেন লেভির চেয়ে ২০ বল কম খেলেই!

অথচ মিলার আউট হতে পারতেন শূন্য রানেই! লেগ স্টাম্পে রুবেল হোসেনের শর্ট বল মিলারের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও তালুবন্দি করতে পারেননি মুশফিক।

শূন্য রানে জীবন পেয়ে সেটি কী দারুণভাবেই না কাজে লাগালেন মিলার। ১৯তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের প্রথম পাঁচ বলেই মারেন পাঁচটি ছক্কা। শেষ বলেও ছক্কা হাঁকিয়ে তিনি যুবরাজ সিংয়ের রেকর্ড ছুঁতে পারবেন কি না, তখন সেই আলোচনা। শেষ বলে অবশ্য ১ রানের বেশি করতে পারেননি।

তবে পরের ওভারে রুবেলের প্রথম দুই বলে টানা চার মেরে পৌঁছে যান ৯৬ রানে। পরের দুই বলে ২ রান করে নিয়ে ৩৫ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১০১ রানে অপরাজিত ছিলেন মিলার ‘দ্য কিলার’। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২২৪ রান। এর ১৪৬ রানই এসেছে শেষ ১০ ওভারে!

Tags: