শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পপির এলনা প্রকল্প থেকে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এসব সহায়তা উপকরণ বিতরণের আয়োজন করে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলার বিন্নাটি এবং বৌলাই ইউনিয়নের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রাথমিক চিকিৎসা সামগ্রীর বক্স, হাত মাইক ও বিশেষ পোশাক বিতরণ করা হয়।
তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.দুলাল মিয়াসহ উপকারভোগীগণ, জনপ্রতিনিধি,প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।