শফিক কবীর, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদের চারদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলা কমপ্লেক্স সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
ভূমি সংস্কার বোর্ড ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এআইটু) এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এসময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার মোছা. নাদিরা আখতার, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর–২০১৭ইং/নোমান