muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে এস.আই মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

শফিক কবীর, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে অবস্থিত সিরাজুল ইসলাম (এস.আই) মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, জেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। মিড-ডে মিল অনুষ্ঠানে পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন। এ সময় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে মিড-ডে মিল ও টিফিন বক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তোমাদের মধ্য থেকে বেরিয়ে আসবে কী? তখন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হাত তুলে বলে, আমি ইউএনও, পুলিশ সুপার, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিচারক, শিক্ষক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে তাদের স্বপ্নের কথা তুলে ধরে। দ্বিতীয় শ্রেণি পড়–য়া চাঁদনী আক্তার বলে, আমি আপনার মতো ইউএনও হবো। সবকটা স্কুলে যেয়ে শিক্ষার্থীদের আদর করবো। যারা দুষ্টামী করবে তাদের শাস্তি দেব। মানুষের সেবা করবো। প্রতিদিন স্কুলে আসবো- যেন নিয়মিত ক্লাস হয়। তার পাশে বসা থাকা বান্ধবী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুঁই বলে, আমি এস.পি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা শয়তানদেরকে পিটিয়ে শায়েস্তা করবো। কোন চুরি করতে দেবো না, মারামারি হলে তাৎক্ষণিক পুলিশ দিয়ে তা রুখে দাঁড়াবো। আর দেশকে শান্তিতে রাখবো। ভাই আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও তিনি দানসাপাটুলি ও যশোদলের বিভিন্ন উনয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর২০১৭ইং/নোমান

Tags: