মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি ।। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও বজ্রপাতরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ সারা দেশে তালের বীজ রোপন বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে তালের বীজ রোপন করা হয়েছে । আজ ১ নভেম্বর সারা দিন ব্যাপী উপজেলার কুলিয়ারচর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ট রাস্তার দু’পাশে তালের বীজ রোপন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ছয়সূতী – নলবাইদ রাস্তার দু’পাশে তালের বীজ রোপন করা হয় । এ সময় কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব ড.এস এম নাজমুল ইসলাম, সাবেক মহাপরিচালক মোঃ এনামুল হক, অতিরিক্ত পরিচালক ঢাকা অ ল ড. মোঃ আঃ মুইদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কিশোরঞ্জের উপ -পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এ উপজেলায় সর্ব প্রথম ২০১৫ সালের আগষ্ট মাস থেকে উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম এর তত্ত্বাবধানে তালের চারা রোপন কার্যক্রম শুরু হয় । তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমে উপ-সহকারী কৃষি অফিসার (এস.এ.এ.ও) গনের সহিত পরামর্শ সাপেক্ষে পরিকল্পনা প্রণয়ন করে কৃষকগনকে তালের উপকারীতা বিষয়ে অবগত করা হয়। পরে বিভিন্ন প্রশিক্ষণে প্রায় ৪শ জন কৃষককে পরিবেশ বান্ধব তাল বৃক্ষ রোপনের গুরুত্ব বুঝানো হয়। ফলে কৃষকগন নিজবাড়ী, জমির আইল, বাড়ী সংলগ্ন বড় রাস্তার ধারে এ তালের চারা রোপন করে যাচ্ছেন। সমাজের সুধীজন, সার ও কীটনাশক বিক্রেতা, জনপ্রতিনিধিগনকেও এ ব্যাপারে সম্পৃক্ত করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে এ উপজেলায় ঢাকা – কিশোরগঞ্জ রেল লাইন, ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়ক,কুলিয়ারচর- নাজিরদীঘি রাস্তা ও কুলিয়ারচর – বাজরা রাস্তার দু’পাশে ৭ হাজার ২শ,২০১৬ সালে ঢাকা – কিশোরগঞ্জ রেল লাইন, ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়ক, আগরপুর -জামতলি রাস্তা ও ছয়সূতী -ফরিদপুর রাস্তার দু’পাশে ৫ হাজার ৫ শ এবং ২০১৭ সালে দারিয়াকান্দি – ফরিদপুর রাস্তা, আগরপুর- লক্ষীপুর ও কুলিয়ারচর পৌরসভার বিভিন্ন রাস্তার দু’পাশে ১০ হাজার তালের বীজ রোপন করা হয়।