মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জে প্রথমবারের মত সরকারিভাবে বাংলাদেশের প্রথম অস্হায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় চার নেতার অন্যতম জেলার কৃতি সন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বিশাল এক শোক র্যালি বের করা হয়।
শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস নেতৃত্বে শোক র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গুরুদয়াল কলেজ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কলেজ অডিটোরিয়াম রুমে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ,কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সেচ্ছায় রক্তদান,মসজিদ-মন্দিরে দোআ ও প্রার্থনা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী।