নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা বালুর ঘাটে আজ রবিবার অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শেষ দুপুরের মিঠেল রোদে নান্দনিক সাজে সেজেছিল নৌকার বাইচারা। প্রতিটি নৌকায় ছিল ৪০-৫০ জন বাইচা। প্রাচীন ঐতিহ্যকে ফিরে পেয়ে হাজার হাজার দর্শক কয়েক ঘণ্টার জন্য উল্লসিত ছিল। মুহুর্মুহু করতালি আর উচ্চৈঃস্বরে চিৎকারে বাইচাদের উৎসাহিত করে মুখর হয়েছিল মুনিয়ারীকান্দা গ্রাম। নস্টালজিক আবেগে সবাই যেন হারিয়ে গিয়েছিল শৈশবের ফেলে আসা স্মৃতিতে।
এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম ফজলুল হক বাচ্চু, চরফরাদী ইউপি চেয়ারম্যান ভিপি কামাল উদ্দিনসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিরা।
এ নৌকাবাইচে ব্রহ্মপুত্র নদীর দুই পাড়ে প্রায় তিন মাইল জুড়ে ছিল হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। জাতি-ধর্ম-বর্ণ, বয়স নির্বিশেষে সবাই ছিল মিলেমিশে একাকার। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় তালদশী নৌকা বাইচাদের পরাজিত করে খামা নৌকা বাইচারা বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।