muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরব পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি গঠিত

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ভৈরব পৌর শাখার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল ১০টায় ভৈরব বাজার ডাউলপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এস বাকী বিল্লাহ্ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি হাজি সিরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাবেক আহ্বায়ক জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সাবেক সদস্য সচিব এনামুল হক জাহাঙ্গীর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে উন্নয়নের ধারক বাহক হিসেবে কাজ করছে। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে। সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী নির্বাচনে আওয়ামী সমর্থনে পরোক্ষ ভোটের মাধ্যমে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন, ভৈরবে শুধু আওয়ামী লীগ নয় আগামী কিছুদিনের ভিতরে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ প্রত্যেকটি সংগঠনের নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেক্ষ্য গত ৩০ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি হাজি মো. মিজানুর রহমান, আলহাজ্ব এম.এ লতিফ, আবদুল্লাহ আল মামুন, মো. দ্বীন ইসলাম, মো. মোজাম্মেল হক মোহন, মো. রফিকুল ইসলাম, মো. সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল আলম মঈন ও জসিম উদ্দিন রবিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি ছাইদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন মুতি, দপ্তর সম্পাদক হাজি মো. ওবায়দুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি আব্দুস সাদেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম মো. জুয়েল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আতিক পায়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজি মনির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ হুমায়ুন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.আর সোহেল সেন, যুব ও ক্রীড়া সম্পাদক বাকেরুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক একেএম নাজমুল হক, শ্রম সম্পাদক আশিফুদ্দৌলা আবু, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাজ্জাদ ইবনে সোলায়মান, সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজমুল হক রুবেল, সহদপ্তর সম্পাদক হাজি মো. ফরহাদ, কোষাধ্যক্ষ হাজি হাবিবুর রহমানসহ আরো ৩৭ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গভাবে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags: