muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

অবহেলা : আমিন সাদী

সাহিত্য ও সংস্কৃতি ।।

অবহেলা : আমিন সাদী

কল্পনায় ভাবি যখন তোমার দেওয়া এক্টুখানি অবহেলা
দু চোখের পানিতে ভেসে যায় বুকটা
হেলায় ফেলায় কেটে যায় ওইদিনের সারাবেলা।

কত স্বপ্ন কত আশা ছিল যে এই মনেতে
সবাই কেন দুর হয়ে যায়
তোমার ভালবাসার ছলনাতে।

যেদিন দেখি তুমার অবয়বে হাসি মাখা মুখ
ভরে যায় এই পুড়া দেহের প্রাণটা, খুজে পায় মধুর সুখ।
সুখের হাতছানিতে চলে যায় আছে যত দু:খ
তোমার এক্টুখানি অবহেলায় কাদে ফের কোমল বুক।

ভালবাসা নেই তাতে কি হয়েছে,
আছে এক বুক অবহেলা
যাচ্ছে কেটে দিনগুলি মোর
দেখে কত অবলীলা।
চেয়েছিলাম এ জীবনে
পেলাম না ভালবাসা তোমার,
কঠিন এ ভুবনে।

মালিকের অবহেলায় গাছে পরগাছা জন্মে
ভালবাসার মত প্রেম না হলে প্রেমিকযুগল হয় নড়বড়ে
জালা বাড়ে ইহকাল ও পর জন্মে।

প্রেমিক প্রেমিকার অবহেলায় ঘৃনা বাড়ে
মানুষের অবহেলায় যন্ত্রনা বাড়ে।
প্রিয়জনের অবহেলায় মনোবল ভেংগে যায়
গুরুজনের অবহেলায় ছেলেরা বেয়াদব বনে যায়।

ছাত্র শিক্ষকের অবহেলায় জাতির ভবিষ্যৎ নষ্ট
নীতি নৈতিকতায় নামে ধস,
বাড়ে দ্বিগুন মানুষের কষ্ট।
প্রেমাসক্তে পড়ালেখার ক্ষতি থেমে যায়
দুজনার জীবনের গতি,
মা বাবার অবহেলায় সন্তান হয় পথভ্রষ্ট
সমাজ ও জীবনে দেখা দেয় অশান্তি।

Tags: