সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জ ভৈরবে দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব। ১১ নভেম্বর শনিবার বিকালে পঞ্চবটি এলাকায় গোলাম হোসেনের বাড়ির ভাড়টিয়া মোঃ সুজন মিয়ার বসত ঘরে কিছু সংখ্যক মাদক বিক্রেতা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নির্ধারিত ক্রেতার অপেক্ষায় মুহুর্তে ভৈরব র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের লেফটেন্যান্ট শোভন খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময় ২ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।
র্যাব জানায়, আসামীর মোঃ সুজন মিয়া (৩৫), পিতা-মৃত মস্তু মিয়া, বাড়ি পঞ্চবটি বউ বাজার ও মোঃ বাচ্চু, পিতা- মৃত লতিফ মোল্লা, এসময় মোঃ সুজন মিয়ার ঘর তল্লাশী করে মোট ৫৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,৩৪,০০০ টাকা।
এ বিষয়ে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।