muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

মা, আপনি : নকীবুল হক

সাহিত্য ও সংস্কৃতি ।।

মা, আপনি : নকীবুল হক

মা,আপনি আমার কাছে
সবার চেয়ে দামি,
আপনার মত আর কাউকে
দেখি নাতো আমি।

আপনি আমার প্রথম শিক্ষক
শিখিয়েছেন সত্য বলা,
আপনার কাছেই শিখেছিলাম
কথার পূর্বে সালাম দেওয়া।

আপনার মত স্নেহ আমায়
করে নাতো কেউ,
বাড়ি ফিরতে দেরি হলেই
মনে তুলেন দূর্ভাবনা ঢেউ।

অনেক কষ্ট করেন আপনি
আর তাতেই পান আনন্দ,
আপনার কাছে শিখেছি অনেক
কিন্তু কোনদিনও শিখিনি কিছু মন্দ।

Tags: