muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাড়বে মোবাইল কলরেট

bangladesh all mob company

নতুন ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ আইন অনুযায়ী দেশে মোবাইল ফোনের কলচার্জ বাড়ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

নতুন এই আইন অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে মোবাইল অপারেটরগুলো যে বিল নিচ্ছে তার সাথে এখন থেকে অতিরিক্ত

১ শতাংশ সারচার্জ যোগ হবে। তবে সরকার এই সারচার্জ নিজে আদায় না করে মোবাইল কোম্পানিগুলোর কাছে থেকে আদায় করবে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা মন্ত্রীপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। ফলে মোবাইল কলরেট বাড়বে বলে নিশ্চিতভাবেই ধরে নেয়া হচ্ছে।

মোবাইল ফোনের সব ধরণের সেবার উপর এই সারচার্জ আরোপ হবে বলেও জানান মোশাররফ হোসাইন ভূইঞা। তবে জাতীয় সংসদে আইন পাস হওয়ার পরই এই সারচার্জ কার্যকর হবে বলে জানান তিনি।

মোবাইল ফোন থেকে অতিরিক্ত এই ১ শতাংশ সারচার্জ আদায় করা হলে বছরে অতিরিক্ত ১৪০ কোটি টাকা সারচার্জ বাবদ আয় হবে সরকারের। এর পুরোটাই দেশের অনুন্নত শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে।

Tags: