muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নিকলীতে টি.আর এর টাকা আত্নসাতের অভিযোগ চার মাসেও তদন্ত হয়নি

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। নিকলীতে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচীর আওতায় টেস্ট রিলিফ(টি আর)প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ চার মাসেও তদন্ত হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬/১৭ অর্থ বছরে উপজেলার দামপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বড়কান্দা, রাজ্জাক মাষ্টারের বাড়ী থেকে আলিয়াপাড়া বাজার সংযোগ সড়কটি মাটি ভরাট প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পায়। অর্থ বছর পেরিয়ে গেলেও এপর্যন্ত প্রকল্প বাস্তবায়ন হয়নি। কোন কাজ না করেই অর্থ বছর শেষে প্রকল্প বাস্তবায়ন কমিটি বরাদ্দকৃত টাকা আত্নসাৎ করায় স্থানীয় বীরমুক্তিযোদ্বা আঃ মালেক এ ব্যাপারে, গত ১৩ই জুলাই জেলা দূর্নীতি দমন কর্মকর্তা ও যথাযথ কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ করে।

অভিযোগ করার চার মাস অতিবাহিত হলেও কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করেনি এবং প্রকল্পের অর্থ আত্নসাৎকারীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদা)মোহাম্মদ কোহিনূর রহমান এ প্রতিনিধিকে জানায়, বিষয়টি আমি দায়িত্ব নেওয়ার আগের বিষয় তবে বিদায়ী কর্মকর্তা শুভাগত বিশ্বাস অভিযোগ সম্পর্কে জানতে পারেন।

Tags: