মোঃ শাহারিয়ার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনধি ।। বাজারে পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তারা। সোশ্যাল মিডিয়া হতে ঘরে ঘরে চলছে পেঁয়াজের উর্ধ্বগতির খবরাখবর।
আজ ২০ নভেম্বর ২০১৭ সোমবার রাত ০৯ টায় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল কিশোরগঞ্জ বড় বাজার ব্যাবসায়ীদের সাথে এ নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতি নিয়ে এবং অন্যান্য ব্যবসা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান গনি এবং সমিতির অন্যান্য সদস্যগণ।
আলোচনায় পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতির কারন ও দাম কমানোর উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বর্তমানে পেঁয়াজের মূল্য কিভাবে স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। বৈঠকে পেঁয়াজ ব্যাবসায়ীরা মূল্য স্বাভাবিক রাখার বিষয়ে অঙ্গীকার করেন।