সাহিত্য ও সংস্কৃতি।।
বৈপরীত্য : যাবীন তাসমিন সানা হক
প্রতিটা সুখের উন্মেষের পেছনে থাকে কিছু দুঃখের ইতিহাস,
প্রতিটা আনন্দের সীমারেখায় থাকে কিছু অমিমাংসিত ব্যথার প্রতিদান,
প্রতিটা পাওয়ার মাঝেই হারানোর সুর থাকে লুকিয়ে,
প্রতিটা বিকাশেই থাকে কিছু মৃত চেষ্টার আহুতিমাখা ছাই।
পালনের মাঝে ঘুমন্ত তীব্র সদিচ্ছায় লালিত কিছু স্বপ্ন,
অবগাহনের শেষে মনে পড়া সেসব তৃষ্ণার্ত পথ চলা,
জয়ের কেতনে হাসির রেশ, রয় বিজিতের ক্লেশ আর ঘৃণা,
বিজয়েই তাই হোক সূচিত, শুধু অর্জন নয়, বিজয় হোক পরাজয়েও।
Tags: