আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামটি এবার খেলাধুলার উপযোগী হলো। দীর্ঘদিন পরে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী হওয়াতে স্বস্থি ফিরে এসেছে ক্রীড়াঙ্গনেও।
শুক্রবার স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো.আব্দুল্লাহ আল মাসউদের সরাসরি নেতৃত্বে ও তদারকিতে স্টেডিয়াম পরিস্কার পরিচ্ছন্ন ও মাঠটিকে খেলাধুলার উপযোগী করে তুলছেন। দিনভর ঐকান্তিক চেষ্টা ও তদারকিতে দ্রুত গতিতে কাজও এগিয়ে চলতে দেখা গেছে। গত কয়েক দিন যাবত মাঠটিকে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য দিনভর প্রচেষ্টা চালিয়ে আসছিলেন এই অফিসার।
এদিকে মাঠটি পরিস্কার পরিচ্ছন্নতা হওয়ায় ক্রিকেট খেলোয়াররাও অনুশীলন করছে। অন্যদিকে শনিবার সকাল ১০ টায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “ মেমোরী অব দ্যা ওয়ালর্ড ” ইন্টারন্যাশনাল রেজিষ্টার এ উদযাপনের লক্ষে জেলা প্রশাসন কিশোরগঞ্জ কর্তৃক আনন্দ শোভাযাত্রা বের করবে। এ উপলক্ষেও সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।