আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৫৭ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরে চরশোলাকিয়াস্থ বাগপাড়া বাগান বাড়ী ক্রীড়াচক্র ও সামাজিক সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক ফারুকুজ্জামানের সভপতিত্বে ভোরের আলো সাহিত্য আসরের এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা কবি মো.নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন আসরের সভাপতি নাট্যকার মো.আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি গল্পকার মাজহার মান্না, সাবেক কাউন্সিলর মো: আলমগীর কবির, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি মোতাহের হোসেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজা। সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য সভায় আলোচনায় অংশ নেন বাগানবাড়ী ক্রীড়া চক্র সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: রতন মিয়া, উবাইদুল্লাহ রাজু, আজিজুল, মো: জুয়েলুর রহমান জুয়েল, ফুটবলার জি.এম. ইয়াহহিয়া ভূঞা, সাহিত্য আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, সাংবাদিক শফিক কবির, সাংবাদিক আশরাফ আলী, কবি মর্তুজা জামান, শিল্পী নিরব রিপন, কবি মাহফুজুর রহমান, সাংবাদিক আবুল কাসেম, কমি মো: জসিম উদ্দিন, মীর্জা মাহবুবা বেগ মৌসুমী, ফাহমিদা জাহান প্রভা, মীর্জা ওয়ার্দা বেগ, সালমা আক্তার, সুবর্ণা নাসরিন, ডা. শামছুন্নাহার চৌধুরী, মোজাফ্ধসঢ়;ফর হোসেন খান, মোদাব্বির হোসেন খান, কবি মো: জসিম উদ্দিন, চাঁদনী আক্তার চুম্ধসঢ়;কী, মো: জহিরুল হাসান রুবেল প্রমুখ।
সভায় অনুষ্ঠানের সভাপতি মো: ফারুকুজ্জামান আসরের সদস্য সাংবাদিক শফিক কবিরকে সহকারী পরিচালক হিসেবে প্রস্তাব করলে সহসভাপতি মো: মোতাহের হোসেন উক্ত প্রস্তাব সমর্থন করে। এতে অন্যকারো দ্বিমত না থাকায় সভার উপস্থিতিতে তা গৃহিত হয়। এ সময় ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়াসহ আসরের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সাংবাদিক সদস্য হিসেবে নির্বাচন করায় উপস্থিত সভার সহযোগীতা ও দোয়া কামনা করেন। আসরে উপস্থিত কবি সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীগণ তাদের স্বরচিত লেখা পাঠ ও কবিতা আবৃত্তি করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-নভেম্বর–২০১৭ইং/নোমান