শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ শহরের একমাত্র সরকারীভাবে নির্মিত বিনোদনের জন্য গুরুদয়াল কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চ ও ওয়াচ টাওয়ার। চালু হওয়ার পর থেকেই এখানে গড়ে উঠে উঠতি বয়সী ছেলেদের ভোঁ ভোঁ করে বেপোরোয়া মোটরবাইক চালানো, সন্ধার পর অসামাজিক কার্যকলাপ, মাদক সেবীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র, ছিনতাই, ইভটিজিং সহ নানা প্রকার অপকর্মের নতুন ঠিকানা হিসেবে পরিচিত ছিল এই নরসুন্ধা ওয়াচ টাওয়ার ও মুক্তমঞ্চের পাথওয়ে।
বিগত কিছুদিন পুর্বে এব্যাপারে ফেসবুক, অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে প্রচার হওয়ার পর পরই প্রসাশনের পক্ষ থেকে বিভিন্ন সময় বহুবার চালানো হয় অভিযান, কিন্তু চোরে নাশুনে ধর্মের কাহিনী।
অবশেষে কিশোরগঞ্জ সদর উপজেলার জন-বান্ধব নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাসউদ তার একান্ত প্রচেষ্টায় স্থায়ী সমাধানের উদ্দ্যেশে স্থাপন করেন মুক্তমঞ্চের প্রতিটি প্রবেশ মুখে মোটরবাইক প্রতিরোধক লোহার পাইপ। তাতে সম্পুর্ন মুক্তহলো মুক্তমঞ্চের ওয়াকওয়ে। থেমে নেই ওয়াচ টাওয়ারে, সন্ধার পর মাদকের আড্ডা সহ নানান অসামাজিক কার্যকলাপ। তারই চিন্তাচেতনায় আজ স্থাপন করা হয় ওয়াচ টাওয়ারের দ্বিতল প্রবেশ মুখে এস এসের তৈরি স্থায়ী ফঠক। তাই আজ হতে বন্ধ হলো ওয়াচ টাওয়ার কেন্দ্রীক মাদক সহ সকল অনৈতিক কার্যকলাপ।
মুক্তমঞ্চের চা দোকানী ফারুক মিয়া বলেন, এই কাজের জন্য এখানে ঘুরতে আসা প্রত্যেকটি মানুষ আমার এখানে চা খায় ও ইউএনও’র প্রশংসা করে বলে এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে, এখন আমরা ছোট বাচ্চাকাচ্চা নিয়ে চোখবুঝে চলাফেরা করতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জনগনের সুবিধা ও দাবীর ভিত্তিতে প্রতিদিন সূর্যদয়ের একঘন্টার মধ্যে তালাখোলা ও সূর্যাস্তের একঘন্টার মধ্যে তালাবদ্ধ করার এ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাহী অফিসার আরো বলেন, মুক্তমঞ্চের সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশের জন্য অতি শীঘ্রই রোপন করা হবে বনজ,ফলদ,ঔষুধী ও ফুলের চারা। আরো কিছু চিন্তা-চেতনা রয়েছ, স্থায়ীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে ও বাধের পাটাতন রং করার জন্য। মুক্তমঞ্চ ও ওয়াচ টাওয়ারের নিরাপত্তা হলো কিন্তু এর আশে পাশে মাদক সহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের জন্য প্রয়োজন সকলের সহযোগীতা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি রিপন রায় লিপুসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন, উৎসুক জনসাধারণ।