শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ পৌরসভার শোলাকিয়া কানিকাটা রেল ক্রসিং সংলগ্ন ব্যাবসায়ীদের সদ্য স্থাপিত সংগঠন ‘মৌলভী বাজার ব্যাবসায়ী সমিতি’র উদ্দোগ্যে ২৫ নভেম্বর শনিবার রাত ৮টায় মাদক বিরোধী আলোচনা, মাদকের বিরুদ্ধে করনীয় শীর্ষক পদক্ষেপ ও নতুন সমিতির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জনাব তারা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জনাব মাহমুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খোন্দকার শওকত জাহান, ১’২’৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুনতাহা আক্তার শাওন, ৪ নং ওয়ার্ডের মোঃ সুলতান মিয়া, ৩ নং ওয়ার্ডের মোঃ আঃ গণি, ২ নং ওয়ার্ডের মোঃ আজিজুল হক রবিন ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ জালাল উদ্দীন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “মাদক মুক্ত এলাকা গড়ি মাদক ব্যবহারকে না বলি”, এই স্লোগানকে সামনে রেখে আজ হতে আত্নপ্রকাশ করতে যাচ্ছে মৌলভী বাজার ব্যাবসায়ী সমিতি। আমি আশা রাখবো এই সমিতি শুধু ব্যাবসায়ীর একতায় নয়, সুস্থ্য সমাজ গঠনে- এলাকা হতে সন্ত্রাস, দুর্নীতি, অসামাজিক কার্যকলাপসহ মাদক নির্মুলে সক্রিয় ভূমিকা পালন করবে। এজন্য আমি মেয়র হিসেবে নয়, আমি এই এলাকার সন্তান। আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও যুবসমাজ।
Tags: