মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মালয়েশিয়া তাদের চাহিদার অতিরিক্ত শ্রম শক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে পূরণ করবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক সেরি হাজি শরীপউদ্দিন বিন হাজি আজ ঢাকায় এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সেক্রেটারী জেনারেল আরো বলেন, ‘শ্রম শক্তির সোর্স কান্ট্রি’ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।
হাজি শরীপউদ্দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের রিক্রুটমেন্ট-এর ‘জি টু জি প্লাস’ পদ্ধতিসহ আজ ৬ষ্ঠ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের ফলাফল পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
তিনি আরো জানান, বাংলাদেশের জন্য নির্মাণ ও সেবাখাতসহ তাদের দেশের সব খাত উন্মুক্ত রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সেক্রেটারি জেনারেল হাজি শরীপউদ্দিনকে বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।