মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাকুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্হাপনার কারণে কিশোরগঞ্জ- চামড়া বন্দর সড়কের সাকুয়া বাজার অংশে যান চলাচলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে সকাল থেকে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, উপজেলার সাকুয়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ নিয়ে অভিযোগ থাকায় জেলা প্রশাসনের সিদ্ধান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া সরকারি খাস জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।