মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার।। জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ জনগণকে অবহিতকরণ আলোচনা সভা বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
২৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা সভায় বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আজ থেকে নয় বছর পূর্বে পিছনের দিকে তাকালে আমাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত কষ্টকর ও লক্ষ্যহীন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ জেলায় হাওরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন সহ কিশোরগঞ্জকে যোগাযোগের সহজ করে তুলেছেন। আপনাদের সহযোগিতা ও প্রশাসনের সেবামূলক মানসিকতা নিয়ে এই দশটি উদ্যোগের সঠিক বাস্তবায়ন করলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। কিশোরগঞ্জে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে আগামীতে এই সরকারের উন্নয়নের অংশীদারি হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম ও বাংলাদেশ সরকার পুনরায় ক্ষমতায় আসবে সে আশা ব্যক্ত করেন।