ডেস্ক রিপোর্ট ।। সরকার চাইলে আগাম জাতীয় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কে এম নুরুল হুদা বলেন, ‘সরকার চাইলে আগাম নির্বাচন করতে কমিশন প্রস্তুত। এক্ষেত্রে আমাদের হাতে ৯০দিন সময় থাকবে। এর মধ্যে আমরা নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।’
তিনি বলেন, ‘ইইউ প্রতিনিধিদল আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ, ইভিএম ব্যবহার সম্পর্কে জানতে চেয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের করণীয়গুলো জানিয়েছি। আমাদের বক্তব্যে তারা সন্তুষ্ট।’