কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার রেজিস্ট্রি অফিসের পিছনে আলোর মেলা এলাকায় দীর্ঘদিন যাবত বাসা ভাড়া করে বসবাস করতো কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র মাহিন (১২) ও তার পরিবার।
আজ সোমবার বেলা আনুমানিক ১ টা ৩০ মিনিটে স্কুল ছাত্র মাহিনকে তার মা বাবা বাসায় একা রেখে মাহিনের দাদার বাড়ি বেরাতে গেলে মিনিট দশেক পড়ে প্রতিবেশী এক মহিলা মাহিনের মা বাবার কাছে ফোনে জানায় মাহিন ফাঁসিতে ঝুলে নাড়াচাড়া করছে। তখন মাহিনের বাবা তাকে জানায় মাহিনকে তারাতারি হাসপাতালে নিয়ে যেতে।
কিন্তু ওই প্রতিবেশী মহিলা ও তার পরিবার মাহিনকে ঝুলন্ত অবস্থায় রেখে কিশোরগঞ্জ মডেল থানায় গিয়ে মাহিনের ফাঁশিতে ঝুলার সংবাদ জানায়।
পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করে স্কুল ছাত্র মাহিনকে মৃত এবং ঝুলন্ত অবস্থায় দেখে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মাহিনের পরিবারের সন্দেহ প্রতিবেশী ওই মহিলা ও তার পরিবার মাহিনকে হত্যা করেছে।
উল্লেখ্য, মাহিনের পরিবার ও প্রতিবেশী ভাড়াটিয়া পরিবারের একটি মাত্র বাথরুম থাকায় গতকাল রবিবার মাহিনের ছোট বোন গোসল করতে গেলে মাহিনের মা ও প্রতিবেশী মহিলার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্ক/১৪/০৯/২০১৫ইং/নিঝুম