স্টাফ রিপোর্টার ।। আজ ৩০–১১–২০১৭ বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এর সহযোগিতায় এবং জেলা প্রশাসন, কিশোরগঞ্জ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব দিলারা বেগম আছমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, উপ–পরিচালক, স্থানীয় সরকার,জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: হাবিুবর রহমান, উপ-পরিচালক, কুষি সম্প্রসারণ অধিদপ্তর প্রমুখ।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ক্যাব কেন্দ্রিয় শাখার সহ-সভাপতি নাজির হোসেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব, কিশোরগঞ্জের সভাপতি আলম সারওয়ার টিটু।
Tags: