muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৪৫৮ তম সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ।। কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৫৮ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরো থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টামন্ডলীর সভাপতি মো.আবুল বাহার। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা কবি মো.নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজা। সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য সভায় আলোচনায় অংশ নেন সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট কলামিষ্ট আবদুর রাশিদ, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো.ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, সাংবাদিক শফিক কবির,প্রভাষক ডা.মো: মোবারক হোসেন খান,শিল্পী মাহফুজ আহমেদ,ইঞ্জিনিয়ার আমানুর রহমান আমান,শিল্পী বিজয় বিশ্বাস, কবি মাহফুজুর রহমান, একাত্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদা আক্তার বিউটি, নারী উদ্যেক্তা মীর্জা মাহবুবা বেগ মৌসুমী, ফাহমিদা জাহান প্রভা, মীর্জা ওয়ার্দা বেগ, শাহরিয়ার রাশিদ অন্তর, মোজাফ্ফর হোসেন খান, মোদাব্বির হোসেন খান,কবি আল মোস্তফা প্রমুখ। সভায় সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুজ্জামান আসরের সদস্য সাংবাদিক শফিক কবিরকে সহ:সম্পাদক হিসেবে প্রস্তাব করলে সহসভাপতি মো: মোতাহের হোসেন উক্ত প্রস্তাব সমর্থন করেন।

আসরের সহসভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সাহিত্য সম্পাদক নির্বাচিত হওয়ায় ও তার সন্তান চাকুরী লাভ করায় ধন্যবাদ জ্ঞাপন ও মিষ্টি বিতরণ করা হয়। সাংবাদিক শফিক কবির আসরের সহ:সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলের মালা দিয়ে পুষ্পিত করা হয়। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদী কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সাংবাদিক সদস্য হিসেবে নির্বাচন করায় উপস্থিত সভার সহযোগীতা ও দোয়া কামনা করেন। আসরে উপস্থিত কবি সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীগণ তাদের স্বরচিত লেখা পাঠ ও কবিতা আবৃত্তি করেন।

Tags: