muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে যান্ত্রিক খামার প্রদর্শনী কার্যক্রমের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্টিত

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন“খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি – ২য় পর্যায়” প্রকল্পের যান্ত্রিক খামার প্রদর্শনী কার্যক্রমের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

১ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর গ্রামে সিআইজি ফসল দলের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ও উপদেষ্টা পুলের সদস্য ড. এস এম নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. এম.এ সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম. এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত পরিচালক ড. আব্দুল মুঈদ, উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, গত তিন বছর যাবৎ উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলামের উদ্যোগে সিআইজি কৃষক দলের মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টার এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উদ্ভুদ্ধ হয়ে ২০১৫ সালে রোপা আমন মৌসুম থেকে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা তৈরি ও রোপন শুরু হয়। ২০১৬ সালে এ উপজেলায় আমন মৌসুমে ৩৫ হেক্টর ও বোরো মৌসুমে ৬৫ হেক্টর জমি এ পদ্ধতিতে রোপন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান , এ বছর বোরো মৌসুমে উপজেলার সকল ব্লকে এ পদ্ধতিতে চারা রোপন কার্যক্রম চলছে। কিছু কিছু জায়গায় বানিজ্যিকভাবে এ চারা রোপন করা হচ্ছে। প্রচলিত পদ্ধতির চাইতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন খরচ প্রায় অর্ধেক । এতে কৃষকের সময় ও টাকা দুটোই সাশ্রয় হয়।

Tags: