muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

বাঁচবার নির্ভূল ধুম! : নির্মল রয়

সাহিত্য ও সংস্কৃতি।।

বাঁচবার নির্ভূল ধুম! : নির্মল রয়

বাঁচবার নদীতে সাঁতরে আমি দেখে যাব ভরাতটের জীর্ণ শুস্ক বালি,
নতজানু গোধুলীর হাহাকার..
সন্ধ্যার মেঘমালায় মিশিয়ে আধার।

আমি বাঁচব আরোকিছু কাল,
ভাঙ্গীয়ে সৌখিন ঘুম-
উদ্ভট নানা জালে গুজে নিয়ে বাঁচবার নির্ভূল ধুম….!

আর কাক ভেজা রোদ্দুরে শূন্যে বিছায়ে পাটি – দিয়ে মৃত্যু বিদায়।
ফেলে যাব ছিন্নপত্র,
কিছু বালখিল্য ছিড়ে খাব চায়ের পেয়ালায় তবু ফিরতে দেব না,
না, না- ফিরতে দেব না;

স্বপ্নালু স্মৃতির সাঁতরানো ঢেউয়ে-
বারুদের নির্মম গন্ধের ভূলে,
আমি ভাসিয়ে নেব গোলাপের জলে বাঁচবার ভরসায় জাগিয়ে।
চুম্বনদৃশ্য সাজাব গহনরাতে,
পুরনো চিহৃ আচঁড় মুছিতে…।।

Tags: