কিশোরগঞ্জ প্রতিনিধিঃ অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদণি করে সরকারী শিশু পরিবার (বালিকা) গিয়ে শেষ হয়। পরে র্যালীতে অংশগ্রহনকারীরা আলোচনা সভায় যোগ দেন। র্যালী উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম আলম। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সামসুল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান খান, অধ্য (অবঃ) রফিকুল ইসলাম খান, অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, নানা কারণে দেশে আজ অটিজম সচেতনতা প্রয়োজন। দেশে দিন দিন অটিজমের প্রভাব বাড়ছে। শিশুরা অটিজম নিয়ে বড় হলেও তাদের সুচিকিৎসা দিলে অনেকাংশে ভালোভাবে জীবন যাপন করতে পারবে। সমাজ গঠনে অংশ নিয়ে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় অবদান রাখতে পারবে। পরে সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) এর শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।