শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সুইড বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা সদরের রাকুয়াইলস্থ সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলে আনুষ্ঠানিকভাবে এসব শীত বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস।
অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ানা চৌধুরীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুইড বাংলাদেশ এর দাতা সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন,আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ১২০ জন প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ও উপস্থিতিরা স্বপ্রনোদিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অবিভাবক, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।