muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে আদর্শ বীজতলা তৈরী করছে কৃষকরা

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের ম্ইাজখাপন ইউনিয়নের কাচারীপাড়া ও চৌধুরীহাটী গ্রামে আদর্শ বীজতলা তৈরী করছে কৃষকরা।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তৈয়ব মিয়ার সরাসরি তত্ত্বাবধানে এসব বীজতলা তৈরী করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার সদরের মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়ার রনজিত চক্রবর্তীর ২০ শতক জমিতে ব্রি-২৮ জাতের বোর ধানের বীজ শ এক মিটার প্রস্থের মাধ্যমে তৈরীকৃত বেডে এসব বীজ ধান বপন করা হয়।

স্থানীয় উপসহাকারী কৃষি কর্মকর্তা মো.তৈয়ব মিয়া জানান, চৌধুরীহাটী গ্রামের সোলায়মানের জমিতেও অনুরুপ জাতের ধানী বীজ বপন করা হয়েছে। কৃষকদেরকে আদর্শ বীজতলা তৈরীতে পরামর্শ ও উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে আদর্শ বীজতলা তৈরীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কৃষকরাও উৎসাহীত হচ্ছেন এসব বীজতলা তৈরীতে।

 

Tags: