রজিবুল হক সিদ্দীকি, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। আজ ৭ ডিসেম্বর ২০১৭ খ্রি. তারিখ বৃহষ্পতিবার কিশোরগঞ্জের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বিদেশগামী কর্মীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে টিটিসিতে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী হারুন-আল-মামুন।
প্রধান অতিথি সমাপনী অনুষ্ঠান শুরুর পূর্বে ২৬৮ জন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিদেশ যাত্রায় করণীয় বিষয়ে একটি ক্লাসও নেন। পরে তিনি ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেয়া বিদেশগামী কর্মীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
উল্লেখ্য, ২৬৮ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সৌদি আরবে ১৪১ জন, কাতারে ১৪ জন, কুয়েতে ১০জন, ওমানে ৬ জন, মালয়েশিয়া ৮২, মালদ্বীপে ৪ জন, ব্রুনাই ৫ জন ও সিঙ্গাপুরে ৬ জন গমন করবেন।