রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। প্রত্যেকটি দেশের জাতীয় পতাকা এক একটি জাতীয় পরিচয়। যা সদাসর্বদা সমগ্র দেশ এবং জাতীয় পরিচয় বহন করে। সে ক্ষেত্রে একটি জাতীয় পতাকার প্রতি সম্মান আর একটি জাতির প্রতি সম্মান এর অর্থ এক এবং অভিন্ন। এর মধ্যে কোন পার্থক্য নেই। উভয়ের মান মর্যাদা পরস্পর সমান। যে কোন দেশের জাতীয় পতাকা একটি অপরিবর্তনীয় সম্পদ যার সম্মান এবং মর্যাদা রক্ষায় নির্ধারিত বিধানসমূহ মেনে চলা এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। কিন্তু দু:খজনক হলেও সত্য স্বাধীনতার এত বছর পরও আমরা অনেকেই এখনও সঠিক মাপে এবং সঠিক পদ্ধতিতে জাতীয় পতাকা উত্তোলন করতে শিখিনি। সকলকে সঠিক মাপে এবং সঠিক পদ্ধতিতে জাতীয় পতাকা উত্তোলনে উদ্বুদ্ধ করতে আজ ০৭ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার কিশোরগঞ্জের বেসরকারি সংগঠন “সমাজ এবং পরিবেশ উন্নয়ন সংস্থা” বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পতাকা বিতরণের জন্য সঠিক মাপের ৪০ টি পতাকা জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাসের নিকট হস্তান্তর করেন।
পতাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল, “সমাজ এবং পরিবেশ উন্নয়ন সংস্থা ”র চেয়ারম্যান এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সংগঠনের মহাসচিব মো: রফিকুল ইসলাম, পতাকা গবেষক শেক জাহাঙ্গীর আলম বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার জন্য দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।