শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের শোলাকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কার্যকরী কমিটির ১১টি পদের মধ্যে সাতটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি চারটি পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে মো. আজিজুল হক (বাইসাইকেল) ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিজয়ী অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো. মাসুদ মিয়া (মোমবাতি) ২৩৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (হাতি) ২৫৬ ভোট এবং প্রচার সম্পাদক মো. রমজান মিয়া (হাতি) ২৯২ ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি পদে মো. আবদুস ছালাম (হারিকেন) ২০৩ ভোট, সহ-সভাপতি পদে মো. আবুল কাশেম (মোরগ) ১৩১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইসলাম মিয়া (চেয়ার) ১১২ ভোট এবং প্রচার সম্পাদক মো. ওমর ফারুক (উড়োজাহাজ) ৯২ ভোট পেয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, কার্যকরী সভাপতি পদে মো. হান্নান হাসান বকুল, সাধারণ সম্পাদক পদে দ্বীন মোহাম্মদ কাঞ্চন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. ছাইদু মিয়া, কোষাধ্যক্ষ পদে মো. মঞ্জিল মিয়া এবং কার্যকরী সদস্যের দুটি পদে মো. রমজান আলী ও মো. উজ্জ্বল মিয়া।
নির্বাচন চলাকালে পৌর মেয়র মাহমুদ পারভেজ, পৌর কাউন্সিলর মো. সুলতান মিয়া, মো. আবদুল গণি ও আরিফুল ইসলাম আরজু ভোটকেন্দ্র পরিদর্শন করেন।