muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে লোক সংগীত উৎসব সমাপ্ত

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে ৩ দিনব্যাপি লোক সংগীত উৎসব সমাপ্ত হয়েছে।

গত বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাতে জেলা শহরের আখড়াবাজার ব্রীজ সংলগ্ন মুক্ত চত্বরে এ লোক সংগীত উৎসবের আয়োজন করে কিশোরগঞ্জের আবুল হাশেম সংগীত একাডেমী। এ লোক সংগীত উৎসব স্থানীয় লোক সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।

প্রথম দিনে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।

আজ ছিল সে উতসবের সমাপনী দিন। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আবুল হাশেম সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল হাশেম, বিটিভির সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ গিয়াস উদ্দিনসহ সুধীজন ও স্থানীয় লোক সংগীত শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লোক সংগীত শিল্পীরা তাদের গান পরিবেশন করেন।

Tags: