muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

শূন্যের বসত : নির্মল রায়

সাহিত্য ও সংস্কৃতি।।

শূন্যের বসত : নির্মল রায়

তুই আজো দুইবেণী কিশোরী
শীতের আমলকী বনে,
যার গায়ে বিবর্ণ পাতারা
এখনো কুহুতান শোনে।

তুই আজো রোদ্দুরে দিস
কান্নার পারিজাত গুলো,
জাদুবলে সোনা করে দিস
জীবনের বাতিল সব ভুল ও।

তুই আজো বালি খুঁড়ে জল,
তোর আজো উদ্যম সম্বল,
তুই আজো সাঁঝবাতি জ্বেলে
আঁধারে দৃষ্টি দিলি মেলে।

তোর কোনো যোগ-গুণ নেই,
তবু,অঙ্কটা মেলাবি যে সহজেই,
ভাগ আর বিয়োগের পাঠ
পেরোলি শূন্যের চৌকাঠ।

তোর হাতে একমুঠো দিন,
আশেপাশে ফেব্রিক টাচ,
ক্যালিডোস্কোপের পরিমিতি,
পেখমে রামধনু নাচ।।

Tags: