স্পোর্টস রিপোর্ট : একপেশে ফাইনাল ম্যাচ বলতে যা বোঝায় সেটি হলো শেরে বাংলা স্টেডিয়ামে! রংপুর যখন ব্যাটিংয়ে নামল তখন গেইল-ম্যাককালামদের সামনে দর্শক হয়ে রইল ডায়নামাইটস ক্রিকেটাররা। আবার ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় মেতে উঠল সাকিব-পোলার্ড-আফ্রিদিরা।
একপেশে ম্যাচে ৫৭ রানের বিশাল জয় নিয়ে প্রথমবারের মত বিপিএল শিরোপা ঘরে তুলল রংপুর রাইডার্স। সেসঙ্গে অনন্য রেকর্ড করল মাশরাফি। সর্বশেষ পাঁচ আসরে চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরলেন অধিনায়ক মাশরাফি।
ঢাকার হয়ে সবোচ্চ রান করেন জহুরুল ইসলাম (৫০)। রংপুরের হয়ে সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও উরানা প্রত্যেকে ২ টি করে উইকেট লাভ করেন।
এর আগে রংপুরের ইনিংসের হাইলাইটস ক্রিস গেইলের দানবীয় ব্যাটিং। মাত্র ৬৯ বলে ১৮ ছয় ও ৫ চারে ১৪৬ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয় ব্যাটিং দানব।
Tags: